অদ্য ০২/০৩/২০২২ তারিখ রাত্র হতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন সৈয়দাবাদ রুশন মিয়ার বাড়িস্থ মোঃ সেন্টু মিয়া’র পূর্ব ভিটি পশ্চিম দুয়ারী টিনের বেড়া ও চালাযুক্ত দুইকক্ষ বিশিষ্ট বসতঘর ও আসামীর দেহ তল্লাশী করে ও কসবা থানাধীন সৈয়দাবাদ তিন লাখ পীর (রুসন মিয়ার বসতবাড়ীর পূর্ব পাশের্^) গ্রামস্থ আসামী মোঃ জসীম উদ্দীন (২৭) এর নিজ দখলীয় পূর্ব ভিটি পশ্চিম দুয়ারী এক কক্ষ বিশিষ্ট টিনের বেড়া ও ছাউনীযুক্ত বসতঘর তল্লাশী করে (১৪০+১২০)=২৬০ (দুইশত ষাট) পিস ইয়াবাসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোঃ সেন্টু মিয়া(৩৪) গ্রেফতার, পিতা- মৃত ইদ্রিস মিয়া, মাতা- সাজেদা বেগম, সাং- সৈয়দাবাদ (রুশন মিয়ার বাড়ি), পো: সৈয়দাবাদ, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও ২। মোঃ জসীম উদ্দীন (২৭) গ্রেফতার, পিতা- মৃতঃ মোহন মিয়া, মাতা- মোছাঃ ফালেমা বেগম, সাং- সৈয়দাবাদ তিন লাখ পীর (রুসন মিয়ার বসতবাড়ীর পূর্ব পাশের্^), পোঃ সৈয়দাবাদ, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২(দুই) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS