অদ্য ২৩/০২/২০২২ তারিখ মধ্য রাত হতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন বালিয়াহুড়া এলাকাস্থ আসামী মোহাম্মদ আল আমিনের পশ্চিম দুয়ারী টিনের বেড়া ও দুচালা টিনের বসতঘর তল্লাশী করে ২০ (বিশ) কেজি গাঁজাসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মো: আল আমিন (২৮) গ্রেফতার, পিতা- কাশেম প্রকাশ আ: ছামাদ, মাতা- মোসাঃ হাজেরা খাতুন প্রকাশ রানুয়ারা আক্তার, সাং- বালিয়াহুড়া, ৪নং ওয়ার্ড, ১০নং বায়েক ইউনিয়ন, পোঃ- সালদানদী, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও ২। আলী আহাম্মদ(২০) গ্রেফতার, পিতা- মৃত সুমন আহম্মদ, সাং- কালিয়াজুড়ি (সাংবাদিক চেরাগ আলীর বাড়ী), পো: বুধবাড়ী বাজার, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় ০১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS