Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
অদ্য ২৭/০২/২০২২ তারিখ মধ্য রাত হতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা ০৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
Details

২৭/০২/২০২২ তারিখে আখাউড়া থানাধীন সেনারবাদী ভবানীপুর এলাকাস্থ আসামী মোঃ ধন মিয়া’র পূর্ব ভিটির পশ্চিম দুয়ারী সেমিপাকা টিনের ছাউনীযুক্ত দুই কক্ষ বিশিষ্ট বসতঘরের উত্তর পাশের্^র কক্ষের ভিতর হতে তল্লাশী করে ১। একটি সিনথেটিক ব্যাগের ভিতর রক্ষিত BLENDERS PRIDE নামীয় SELECT PREMIUM WHISKY ০৫ (পাঁচ) বোতল, প্রতি বোতল-750ml করে (০৫.৭৫০এমএল) = ৩৭৫০ এম.এল বা ৩.৭৫ লিটার, ০২। একটি সিনথেটিক ব্যাগের ভিতর রক্ষিত MASTER BLENDERS PRIDE SIGNATURE নামীয় PREMIUM GRAIN WHISKY ০৪ (চার) বোতল, প্রতি বোতল-750ml করে (০৪.৭৫০এমএল) = ৩০০০ এম.এল বা ০৩ লিটার, ০৩। একটি সিনথেটিক ব্যাগের ভিতর রক্ষিত MASTER BLENDERS PRIDE SIGNATURE নামীয় PREMIUM GRAIN WHISKY০২(দুই) বোতল, প্রতি বোতল-375mlকরে (০২.৩৭৫এমএল)= ৭৫০ এম.এল, ৪। একটি সিনথেটিক ব্যাগের ভিতর রক্ষিত KINGFISHER STRONG PREMIUM নামীয় BEER ২১ (একুশ) ক্যান, প্রতি ক্যান -500ml (২১.৫০০এমএল) = ১০৫০০ এমএল বা ১০.৫ লিটার, সর্বমোট বিলাতী মদ (৫+৪+২+২১) = ৩২ বোতল, (৩.৭৫+৩+০.৭৫০+১০.৫)=১৮ লিটার। ০৫। একটি সিনথেটিক ব্যাগের ভিতর রক্ষিত অপিয়াম উদ্ভুত কোডিন মিশ্রীত তরল পদার্থ অবৈধ মাদকদ্রব্য যার বাণিজ্যিক নাম ফেন্সিডিল ১২ (বার) বোতল, প্রতি বোতল ১০০ মি.লি করে মোট (১২.১০০মি.লি) = ১২০০ এমএল বা ১.২ লিটার উদ্ধার করা হয় এবং ৩জন আসামীকে গ্রেফতার করা হয়। আসামীরা হলো ১। মোঃ হৃদয় মিয়া (২৫) গ্রেফতার, পিতা- মোঃ ধন মিয়া, মাতা- মোছাঃ খায়রুন বেগম, ২। মোঃ ধন মিয়া (৫৫) গ্রেফতার, পিতা- মৃত আব্দুল মিয়া, মাতা- মৃত আমেনা বেগম, ৩। মোছাঃ খায়রুন বেগম (৫০) গ্রেফতার, স্বামী- মোঃ ধন মিয়া, মাতা- মৃত ছফিয়া বেগম, সর্ব সাং- সেনার বাদি, ভবানীপুর, পোঃ- আখাউড়া চেকপোষ্ট-৩৪৫০, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
অপর মামলায় আখাউড়া থানাধীন টানপাড়া তিতনশাহ মাজার সংলগ্ন তাজুল ইসলাম এর তিন তলা বিশিষ্ট বিল্ডিং এর নিচতলায় অবস্থিত পশ্চিম ভিটি পূর্ব দুয়ারী দুই কক্ষ বিশিষ্ট বসতঘরের পশ্চিম পাশের বসতকক্ষের ভিতর তল্লাশী করে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আসামীরা হলো ১।মোঃ দিদার হোসেন (৩৫) গ্রেফতার, পিতা- মোঃ দুলাল মিয়া, স্থায়ী সাং- গাজীর বাজার (বাসস্ট্যান্ড সংলগ্ন), বর্তমান সাং- টানপাড়া তিতনশাহ্ এর মাজার সংলগ্ন, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবং ২। মোছাঃ রোকসানা আক্তার(৩২) গ্রেফতার, স্বামী- মোঃ দিদার হোসেন, স্থায়ী সাং- আউয়াল মিয়ার বাড়ী, হীরাপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

Attachments
Publish Date
27/02/2022
Archieve Date
16/01/2023