Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
০৯/০৫/২০২২ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র অভিযানে ৩৭ কেজি গাঁজাসহ গ্রেফতার-০৪।
Details

 
অদ্য ০৯/০৫/২০২২ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন সীতারামপুর চকবাজারস্থ রিফাত স্টোর এর সামনে দক্ষিণ পার্শে সীতারামপুর খেয়াঘাটগামী রাস্তার উপর দাড়ানো নম্বর বিহীন সি.এন.জি চালিত অটোরিক্সা ও আসামীদের দেহ তল্লাশী করে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন কাউতলী মোড় এলাকাস্থ হোটেল আরাফাত এর পশ্চিম পাশের্^ কুমিল্লা- সিলেট মহাসড়কের উপর দ-ায়মান একটি নম্বরবিহীন সি.এন.জি চালিত অটোরিক্সার ভিতর বসা আসামী মোছাঃ আসমা আক্তার এর দেহ মহিলা সহকারী উপপরিদর্শক আফসানা আক্তার এর মাধ্যমে তল্লাশী করে (৩০+০৭)=৩৭ (সাইত্রিশ) কেজি গাঁজাসহ ০৪ (চার) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। সাহারা (৪০) গ্রেফতার, স্বামী- মোঃ আলম মিয়া, সাং- কদমতলী (আড়াইবাড়ী দরবার শরীফ সংলগ্ন), থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ২। মোছঃ আজেদা প্রকাশ লুৎফা (৩৮) গ্রেফতার, স্বামী- আব্দুর রাজ্জাক, সাং- সৈয়দাবাদ (জমশেদ মেম্বারের বাড়ীর ভাড়াটিয়া), পোঃ সৈয়দাবাদ, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়, ৩। মোঃ রায়হান মিয়া (২১) গ্রেফতার, পিতা- মোঃ ফায়েজ মিয়া, সাং- অশুড়া দক্ষিণ পাড়া (হুমায়ুন মিয়ার বাড়ীর পাশে), পোঃ অশুড়া, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও ৪। মোছা: আসমা আক্তার(৩৩) গ্রেফতার, স্বামী- মো: আলম মিয়া, পিতা- মৃত ইয়াকুব আলী, সাং-নলগড়িয়া পূর্বপাড়া, পো: সিংগারবিল, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ও নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ০২(দুই) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Images
Attachments
Publish Date
09/05/2022
Archieve Date
07/12/2022