Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
০২.০২.২০২৫ তারিখ মাদবিরোধী অভিযানে গ্রেফতার-০১জন।
Details

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া।

১) ঘটনার তারিখ: ০২/০২/২০২৫ খ্রি:

২) ঘটনার সময় : ১৭:০০ থেকে ১৭:৩০ ঘটিকা।

৩) ঘটনাস্থল: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন উথাড়িয়া পাড়াস্থ আসামী মোঃ তোরাব মিয়া (৪০) এর পূর্ব ভিটি পশ্চিম দুয়ারী ০৩ কক্ষ বিশিষ্ট দু'চালা টিনের বসতঘর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া।

৪) বিষয় : মামলা উদঘাটনের জন্য অভিযান।

৫) আলামত : ইয়াবা ট্যাবলেট ২৫ (পচিশ) পিস ও গাঁজা ০২ (দুই) কেজি।

৬) আসামীর পরিচয়:
১। নামঃ মোঃ তোরাব মিয়া (৪০), গ্রেফতার, পিতাঃ মৃত ইদ্রিস মিয়া, মাতাঃ মৃত ফাতেমা বেগম, সাং- উথারিয়াপাড়া, পোঃ সিংগারবিল, থানাঃ বিজয়নগর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া।

৭) গৃহীত আইনগত ব্যবস্থা : আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Images
Attachments
Publish Date
02/02/2025
Archieve Date
01/04/2025