Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
০৪.০৬.২০২৩ তারিখ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ০৮ কেজি গাঁজাসহ গ্রেফতার-০২জন।
Details
গত ০৪/০৬/২০২৩ ইং তারিখে জনাব বেলায়েত হোসেন   মহোদয়ের নেতৃত্বে  ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানাধীন গজারিয়া উরশি উড়াস্থ্য কাশেম স্টোরের সামনে অটোরিক্সায়  মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ০৮ (আট)কেজি গাঁজা সহ আসামি ১। মো: সাব্বির মিয়া (২৪) অটোরিক্সা চালক গ্রেফতার, পিতা- মোঃ জহির মিয়া, মাতা- নুরেছা বেগম, সাং- দক্ষিণ সুরমা বড়ই কান্দি, পোস্ট: ইসলামাবাদ, থানা- দক্ষিণ সুরমা,জেলা : সিলেট ও ২। মো: সুমন মিয়া (২৬) গ্রেফতার, পিতা মোঃ হোসেন মিয়া , মাতা- সেনোয়ারা বেগম, সাং- উথারিয়াপাড়া সিংগারবিল, পোস্ট- চাওড়া , থানা- বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া   কে গ্রেফতারপূর্বক  ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল  থানায় একটি নিয়মিত মামলার রজ্জু করা হয়।

Images
Attachments
Publish Date
05/06/2023
Archieve Date
05/10/2023