Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
০৪.০৯.২০২২ তারিখ টাস্কফোর্স অভিযানে ২০০০ পিস ইয়াবা ও ৯৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-০২।
Details

গত ০৪/০৯/২০২২ তারিখ রাতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া জনাব মাসুদ উল আলম, কসবা থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান এঁর নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন আড়াইবাড়ীস্থ আলতাফ মিয়ার পূর্ব ভিটির পশ্চিম দুয়ারী তিন কক্ষ বিশিষ্ট বসতঘরের ৩নং আসামী মো: মনির হোসেনের ভাড়াকৃত মাঝখানের কক্ষ তল্লাশী করে ২০০০(দুই হাজার) পিস ইয়াবা, ৯৮(আটানব্বই) বোতল ফেন্সিডিল ও ০১(একটি) মোটরসাইকেলসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং ০২(দুই) জন পলাতক রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা হলো- ১। মো: ইকবাল হোসেন(৪৭) গ্রেফতার, পিতা- মৃত ইউনুস মিয়া, সাং- তালতলা রাজ বাড়ী, পো: তালতলা, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ২। মো: তৈয়ব আলী(৩৩) গ্রেফতার, পিতা- মৃত সিদ্দিকুর রহমান, সাং- কাঠাল বাড়ী, পো: কোম্পানীগঞ্জ, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট, ৩। মো: মনির হোসেন(৩৮) পলাতক, পিতা- মৃত রইস উদ্দিন, সাং- খাড়পাড়া, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও ৪। মো: আমির হোসেন(৩২) পলাতক, পিতা- মৃত রইস উদ্দিন, সাং- খাড়পাড়া, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১(এক) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


একই তারিখে (০৪/০৯/২০২২) আশুগঞ্জ থানাধীন বগইড় এলাকাস্থ হোটেল সুরমা ইন: এর উত্তর পাশের্^ ঢাকা-সিলেট মহাসড়কের উপর ঢাকাগামী “শ্যামলী পরিবহন” নামীয় বাস তল্লাশী করে ০৮ কেজি গাঁজাসহ মো: রিফাত হোসেন(২১), পিতা- মো: মোখলেছুর রহমান, মাতা- মোছা: মজিরন বেগম, সাং- রুনসি, পো: সাহেবগঞ্জ, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশালকে গ্রেফতার করা হয় এবং আশুগঞ্জ থানাধীন বগইড় এলাকাস্থ হোটেল সুরমা ইন: এর উত্তর পাশের্^ ঢাকা-সিলেট মহাসড়কের উপর ঢাকাগামী “বিসমিল্লাহ পরিবহন” নামীয় বাস তল্লাশী করে ১। মোছা: মর্জিনা বেগম(৫০), স্বামী- মো: আবুল কাশেম, মাতা- মৃত আছিয়া বেগম, সাং- পঞ্চবটি পুকুর পাড়, সামসু মিয়ার বাড়ী, পো: ভৈরব বাজার, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ ও ২। মোছা: সিমা বেগম(২৭), স্বামী- মো: সবুজ মিয়া, মাতা- মৃত ফরিদা বেগম, সাং- পঞ্চবটি বৌ বাজার, স্বপন মিয়ার বাড়ী, পো: ভৈরব বাজার, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করা হয়। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ০২(দুই) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Attachments
Publish Date
04/09/2022
Archieve Date
06/04/2023