০৭/০৩/২০২২ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন বালিয়াহুড়া মধ্যপাড়া গ্রামস্থ আসামী মো: ওমর ফারুক এর পূর্ব ভিটি পশ্চিম দুয়ারী চৌচালা টিনের দুইকক্ষ বিশিষ্ট বসতঘর ও আসামীদের দেহ তল্লাশী করে ১৬ (ষোল) কেজি গাঁজাসহ ০৪ (চার) জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয় এবং ০২(দুই) জন পলাতক রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা হলো: ১। মোছা: সালমা আক্তার(২৫) গ্রেফতার, স্বামী মো: ওমর ফরুক, সাং- বালিয়াহুড়া পূর্বপাড়া, পো: সালদানদী, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ২। মোছা: তানিয়া আক্তার(২২) গ্রেফতার, পিতা- মো: সহিদ মিয়া, মাতা- মৃত- আছমা বেগম, সাং- শশীদল দক্ষিণ পাড়া, পো: শশীদল, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা, ৩। মোছা: তাছলিমা আক্তার(২০) গ্রেফতার, পিতা- মো: সহিদ মিয়া, মাতা- মৃত- আছমা বেগম, সাং- শশীদল দক্ষিণ পাড়া, পো: শশীদল, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা, ৪। মোঃ আ: মালেক(১৯) গ্রেফতার, পিতা- মো: চাঁন মিয়া, সাং- কাশিরামপুর পূর্ব পাড়া, পো: সালদানদী, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ৫। মো: ওমর ফারুক(৩২) পলাতক, পিতা- মৃত শহিদুল হক, সাং- বালিয়াহুড়া মধ্যপাড়া, পো: সালদানদী, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও ৬। মো: সেলিম মিয়া(৫২) পলাতক, পিতা- মৃত সিরাজ মিয়া, সাং- রঘুরামপুর দক্ষিণ পাড়া, পো: সালদানদী, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১(এক) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS