Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
০৭.০২.২০২৫ তারিখ মাদকবিরোধী অভিযানে ৪০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১জন।
Details

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া।


১) ঘটনার তারিখ: ০৭/০২/২০২৫ খ্রি:


২) ঘটনার সময়: ১৪:২০-১৪:৫০ ঘটিকা। 


৩) ঘটনাস্থল: ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন পুনিয়াউট বাসস্ট্যান্ডের পূর্ব পাশে মদিনা টাইলস নামীয় দোকানের 

সামনে রাস্তার উপর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।


৪) বিষয়: মামলা উদঘাটনের জন্য অভিযান। 


৫) আলামত: ইয়াবা ট্যাবলেট ৪০০০(চার হাজার) পিস।


৬) আসামিগণের পরিচয়: সুরাইয়া আক্তার প্রকাশ স্বপ্না (২৫), পিতা- মৃত আজিজুল হক, মাতা- আছমা বেগম, সাং- বাদেদন্তা ৪নং ওয়ার্ড রহিমগঞ্জ ইউনিয়ন, পোঃ টিলাটিয়া, থানা- ফুলপুর, জেলা- ময়মনসিংহ।


৭) গৃহীত আইনগত ব্যবস্থা: আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।

Images
Attachments
Publish Date
07/02/2025
Archieve Date
01/04/2025