Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
On 07.10.2023, 100 bottles of Escaff were arrested by anti-narcotics operation - 03 persons.
Details

গত ০৭/১০/২০২৩ তারিখ বিকাল ১৪:০০-১৪:৪০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া’র সহকারী পরিচালক জনাব মুঃ মিজানুর রহমান এঁর নির্দেশনায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন উলচাপাড়া বাজারস্থ মাষ্টার ডিপার্টমেন্টাল ষ্টোরের সামনে হুজুর বাড়ী হতে পুনিয়াউট রাস্তার উপর হতে ১০০ (একশত) বোতল এসকাফ ও একটি অটোরিক্সাসহ ০৩ (তিন) জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয় ও ০১(এক) জন পলাতক রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা হলো-১। মো: আনিমুল প্রকাশ ফাহিম(২৪) গ্রেফতার, পিতা- মো: শাহ আলম মিয়া, মাতা- মোছা: কুলছুম বেগম, সাং- কান্দিপাড়া পাওয়ার হাউজ রোড, থানা- সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ২। মো: আসিফ মিয়া(২২) গ্রেফতার, পিতা- মৃত লাল মিয়া, মাতা- মোছা: পেয়ারা বেগম, সাং- কান্দিপাড়া পাওয়ার হাউজ রোড শাপলা মসজিদের পূর্ব পার্শ্বে, থানা- সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ৩। মো: সাইদুল ইসলাম(২০) অটোরিক্সা চালক গ্রেফতার, পিতা- মৃত আলফাজ মিয়া, মাতা- মোছা: অজুতারা বেগম, সাং- কদমতলী পশ্চিম হাটি, পো: মাছমা, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবং ৪। মো: জুবেল মিয়া(৩৭) পলাতক, পিতা- মো: রমজান মোল্লা, সাং- কান্দিপাড়া মাইমল হাটি পূর্ব পাড়, থানা- সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১(এক) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Images
Attachments
Publish Date
08/10/2023
Archieve Date
03/01/2024