Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
১০.১০.২০২২ তারিখ টাস্কফোর্স অভিযানে ১৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-০৪।
Details

১০/১০/২০২২ তারিখ রাত্র হতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া জনাব অংগ্যজাই মারমা, আখাউড়া থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান এঁর নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন নূরপুর মধ্য পাড়াস্থ ১নং আসামী মো: জাকির হোসেন এর বসতঘর তল্লাশী করে ১০০০(এক হাজার) পিস ইয়াবাসহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং ০১(এক) জন পলাতক রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা হলো- ১। মো: জাকির হোসেন(৩৫) গ্রেফতার, পিতা- মৃত মোহাম্মদ আলী, মাতা- মোছা: মিনা বেগম, সাং- নূরপুর মধ্য পাড়া, পো: হিরাপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ২। মো: এরশাদুল ইসলাম(২৭) গ্রেফতার, পিতা- মো: দুদ মিয়া, মাতা- মোছা: পরদিনা বেগম, সাং- নূরপুর মধ্যপাড়া, পো: হিরাপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ৩। মো: ইসমাইল মিয়া(২২) গ্রেফতার, পিতা- মো: তৌহিদ মিয়া, মাতা- মোছা: আছমা বেগম, সাং- নূরপুর মধ্য পাড়া, পো: হিরাপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও ৪। মো: জসিম ভূইয়া(৪২) পলাতক, পিতা- রৈছত আলী ভূইয়া, সাং- কুড়িপাইক্কা প্রাইমারী স্কুলের সাথে, পো: হিরাপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। অপর মামলায় আখাউড়া থানাধীন আখাউড়া স্থলবন্দর রোডে নূরপুর রাস্তার মাথায় আখাউড়াগামী ব্যাটারী চালিত অটোরিক্সায় বসা আসামীর দেহ তল্লাশী করে ৬০০(ছয়শত) পিস ইয়াবাসহ মোছা: লাকি আক্তার(৩০), স্বামী- মো: মানিক মিয়া প্রকাশ জসিম, পিতা- মো: আকাশ ভূইয়া, সাং- খলাপাড়া, পো: কর্ণেল বাজার, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২(দুই) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

১১/১০/২০২২ তারিখ সকালে অপর মামলায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন পুনিয়াউট এলাকাস্থ কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট অফিসের দক্ষিণ পাশের্^ ঢাকা-সিলেট মহাসড়কের উপর ঢাকাগামী ‘সোহাগ’ পরিবহন এর বাস তল্লাশী করে ০২(দুই) কেজি গাঁজাসহ মো: আলম মিয়া (৩৫), পিতা- মো: মমতাজ উদ্দিন, মাতা- মোছা: আফিয়া খাতুন, সাং- হরি নারায়নপুর, পো: লাখপুর, থানা- মনোহরদী, জেলা- নরসিংদীকে গ্রেফতার পূর্বক ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১(এক) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Attachments
Publish Date
11/10/2022
Archieve Date
09/03/2023