Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
১০.১২.২০২৪ তারিখ মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে ০৪জনকে সাজা প্রদান।
Details

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া।


১) ঘটনার তারিখ:১০/১২/২০২৪খ্রি:


২) ঘটনার সময় : সকাল ১১:৩০ থেকে ১৩:০০ ঘটিকা। 


৩) ঘটনাস্থল: ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায়। 


৪) বিষয় : মামলা উদঘাটনের জন্য অভিযান। 


৫) আলামত : গাঁজা ৩০ গ্রাম।


৬) আসামীদের নাম ঠিকানা: ১। মোঃ সবুজ মিয়া(৩৫),

পিতা-মৃত ইব্রাহিম মিয়া,

২। মোঃ আবুল বাশার (৫০)

পিতা- মৃত ঈশ্বর মুন্সী

৩। মোঃ আলাল মিয়া(৩৫)

পিতা-মোঃ আলী আকবর,

৪। জেসেন সরকার(২৪)

পিতা- মৃত নোটন সরকার।


৭) গৃহীত আইনগত ব্যবস্থা : আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ নির্বাহী মুনতাহা তাসনিম মৌ মহোদয়া ০৫ দিনের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

Images
Attachments
Publish Date
10/12/2024
Archieve Date
01/02/2025