Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
১১.০১.২০২৫ তারিখ মাদকবিরোধী অভিযানে ১০কেজি গাঁজাসহ গ্রেফতার-০৪জন।
Details

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া।


১) ঘটনার তারিখ: ১১/০১/২০২৫ খ্রি:


২) ঘটনার সময় : ১৩:০০ - ১৬:২০ ঘটিকা। 


৩) ঘটনাস্থল: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন টান মনিপুর এলাকাস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আব্দুল হাসিম এর বাড়ির সামনে উত্তর পাশে রাস্তার উপর ও আশুগঞ্জ থানাধীন সোহাগপুর এলাকাস্থ মেসার্স নবান্ন এগ্রো ফ্যাক্টরীর সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর। 


৪) বিষয় : মামলা উদঘাটনের জন্য অভিযান। 


৫) আলামত : গাঁজা ১০(দশ) কেজি।


৬) আসামীদের নাম - ঠিকানা: ১। মোসাঃ সাহেদা(৫৫), স্বামীঃ মোঃ কদ্দুছ মিয়া, পিতা- মৃত তফু মিয়া, মাতাঃ মৃত মোছেনা খাতুন, সাং- গোপীনাথপুর কোনাপাড়া(সৈয়দ কদ্দুস মিয়ার বাড়ী), থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

২। মোঃ খাদেমুল ইসলাম(৩৫) , পিতাঃ মো: জহিরুল হক,  মাতাঃ মোছা: নার্গিস বেগম,  সাং- দ: সালদা কচুয়াপাড়া, থানাঃ পার্বতীপুর , জেলাঃ দিনাজপুর ।

৩। মো: শাকিল (৩৫) , পিতাঃ মৃত দেলোয়ার হোসেন ,  মাতাঃ মৃত আলেয়া বেগম,  সাং- করটিয়া (উ: পাড়া), থানাঃ বাশাইল, জেলাঃ টাঙ্গাইল।

৪। মো: নিজাম (৩৬) , পিতাঃ মৃত: শফিক, মাতা:  শাফিয়া আক্তার, সাং: বসন্তপুর( উ: পাড়া), থানাঃ সেনবাগ, জেলাঃ নোয়াখালী।


৭) গৃহীত আইনগত ব্যবস্থা : গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিজয়নগর ও আশুগঞ্জ থানায় পৃথক ০৩ টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Images
Attachments
Publish Date
11/01/2025
Archieve Date
05/03/2025