গত ১২/০৬/২০২৩ইং তারিখে উপ-পরিদর্শক জনাব ইসমাইল হোসেন মহোদয়ের নেতৃত্বে গটিত একটি রেডিং টিম নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানাধীন চিনাইর মোড়স্থ যাত্রী ছাউনির সামনে আখাউড়া স্থলবন্দর হতে সুলতানপুর গামী অটোরিকশা মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪ (চার)কেজি গাঁজা সহ আসামি ১। মোছা: হনুফা বেগম (২৮) গ্রেফতার,স্বামী- মোঃ ওয়াসিম মিয়া, মাতা- মোছা: আমেনা বেগম, সাং -কাশিনগর উত্তর পাড়া, পোস্ট- সিঙ্গারবিল, থানা- বিজয়নগর, জেলা -ব্রাহ্মণবাড়িয়া এবং ২। মোছা: শরীফ বেগম(৩৭) গ্রেফতার, স্বামী-মৃত রমজান মিয়া, মাতা- মোছাম্মদ ফাতেমা বেগম, সাং- ষোল ঘর পাশে, পোস্ট -কর্নেল বাজার, থানা-আখাউড়া,জেলা- -ব্রাহ্মণবাড়িয়া-কে গ্রেফতার পূর্বক সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS