Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
১৩.০৯.২০২২ তারিখে মাদকবিরোধী অভিযানে ১৭ কেজি গাঁজাসহ গ্রেফতার-০৪।
Details

১৩/০৯/২০২২ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক জনাব মুঃ মিজানুর রহমান এঁর নির্দেশনায় এবং পরিদর্শক জনাব বেলায়েত হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন দাতিয়ারা এলাকাস্থ কাস্টম অফিসের দক্ষিণ পার্শ্বে কুমিল্লা সিলেট মহাসড়কের উপর আসামীদের বহনকৃত কাপড়ের ব্যাগ তল্লাশী করে ১০(দশ) কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং ০২(দুই) জন পলাতক রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা হলো- ১। মো: নয়ন রহমান (৩০) গ্রেফতার, পিতা- হাজী আব্দুল খালেক, সাং- চরচারতলা, কিচকি বাড়ি, পো: আশুগঞ্জ, থানা- আশুগঞ্জ, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ২। মো: হাকিম মিয়া(২২) গ্রেফতার, পিতা- মৃত গোলাপ মিয়া, সাং- কাশিনগর পশ্চিম পাড়া, পোঃ সিংগারবিল, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ৩। মোঃ জহির মিয়া (৪০) পলাতক, পিতা- মোঃ জজ মিয়া, সাং- কাশিনগর উত্তর পাড়া, পোঃ সিংগারবিল, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও ৪। মো: হারুন মিয়া (৪৫) পলাতক, পিতা- মৃত জলফু সরদার, সাং- কাশিনগর লালা পুকুর পাড়, পোঃ সিংগারবিল, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১(এক) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


একই তারিখে (১৩/০৯/২০২২) অপর একটি মামলায় আশুগঞ্জ থানাধীন বগইড় এলাকাস্থ হোটেল সুরমা ইনঃ এর উত্তর পাশের্^ ঢাকা-সিলেট মহাসড়কের উপর ঢাকাগামী ‘কাজী পরিবহন’ নামীয় বাস যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৫-২০০১ তল্লাশী করে ০৭(সাত) কেজি গাঁজাসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং ০১(এক) জন পলাতক রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা হলো ১। মোঃ জসিম মিয়া (২২) গ্রেফতার, পিতা- আবদুর রশিদ মিয়া, সাং- ধুপাখোলা উত্তর পাড়া, পো: মন্দবাগ, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ২। মোছা: পান্না আক্তার(২০) গ্রেফতার, স্বামী- আরফিন আহম্মেদ ইমন, সাং- বড় বায়েক পশ্চিম পাড়া, পো: সালদানদী, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও ৩। মো: আরফিন আহম্মেদ ইমন(২৪) পলাতক, পিতা- মো: ফারিজ মিয়া, সাং- বড় বায়েক পশ্চিম পাড়া, পো: সালদানদী, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১(এক) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


Attachments
Publish Date
14/09/2022
Archieve Date
02/02/2023