Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
16.02.2023 anti-narcotics task force arrested 03 persons including 2820 pieces of HUNTER BEER.
Details

১৬/০২/২০২৩ তারিখ রাতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), জনাব সঞ্জীব সরকার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া মহোদয়ের নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক জনাব মুঃ মিজানুর রহমান মহোদয় কর্তৃক টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন কুটি বাজারস্থ ‘হক কনফেকশনারী নামীয় দোকান ও দোকানের দুতলায় অবস্থিত গোডাউন তল্লাশী করে ৮৫২ (আটশত বায়ান্ন) পিস HUNTER BEERসহ ০২ (দুই) জন আসামীকে গ্রেফতার করা হয় ও ০১(এক) জন পলাতক রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা হলো: ১। মো: রুহুল আমিন(৪৫) গ্রেফতার, পিতা- হাজী মো: শহীদুল হক, মাতা- মোছা: মুর্শেদা বেগম, সাং- সিমরাইল সাততারা সরকার বাড়ী, পো: সিমরাইল, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ২। মো: তৌহিদুল হক(৩৫) গ্রেফতার, পিতা- হাজী মো: শহীদুল হক, মাতা- মোছা: মুর্শেদা বেগম, সাং- সিমরাইল সাততারা সরকার বাড়ী, পো: সিমরাইল, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও ৩। মো: বিল্লাল হোসেন(৪৩) পলাতক, পিতা- আব্দুল হক, মাতা- মনোয়ারা বেগম, সাং- মান্দারপুর দক্ষিণ পাড়া, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
অপর মামলায় কসবা থানাধীন পুরান বাজারস্থ আ: রউফ মিয়ার বিল্ডিং এর নীচ তলায় ১নং আসামী ভাড়াকৃত সর্ব উত্তর পার্শ্বের গোডাউন তল্লাশী করে ১৯৬৮ (এক হাজার নয়শত আটষট্রি) পিস HUNTER BEERসহ ০১ (এক) জন আসামীকে গ্রেফতার করা হয় ও ০১(এক) জন পলাতক রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা হলো: ১। মো: তানভীর করিম(৩৫) গ্রেফতার, পিতা- মৃত: লুৎফর রহমান, মাতা- মৃত নাদিরা বেগম, সাং- ছতুরা শরীফ, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও ২। মো: ফেরদৌস করিম(৪০)পলাতক, পিতা- মৃত: লুৎফর রহমান, মাতা- মৃত নাদিরা বেগম, সাং- ছতুরা শরীফ, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ০২(দুই) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Attachments
Publish Date
16/02/2023
Archieve Date
01/01/2024