Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
১৬.০২.২০২৫ তারিখ মাদকবিরোধী অভিযানে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার।
Details

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া।

১) ঘটনার তারিখ: ১৬/০২/২০২৫ খ্রি:

২) ঘটনার সময় : ১৭:০০ থেকে ১৭:৪৫ ঘটিকা।

৩) ঘটনাস্থল: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন চাওড়া দৌলতবাড়ি আসামী রানা খন্দকার (২৬) এর দখলীয় উত্তরমুখী এককক্ষ বিশিষ্ট টিনের চালা ও বেড়াযুক্ত বসতঘর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া।

৪) বিষয় : মামলা উদঘাটনের জন্য অভিযান।

৫) আলামত : ০১টি কাগজের প্যাকেটের ভিতর রক্ষিত অপিয়াম উদ্ভূত কোডিন মিশ্রিত অবৈধ। মাদকদ্রব্য যার বাণিজ্যিক নাম ফেনসিডিল ১০ (দশ) বোতল, প্রতিটি প্লাষ্টিকের বোতল ১০০ মিঃলিঃ করে ১০০০ মি: লি: বা ০১ (এক) লিটার ফেনসিডিল সিরাপ। ২। সিসি মনিটর সনি কোম্পানীর ০১টি (৩২ ইঞ্চি), ৩। Asus CPU- ০১টি, ৪। পুরাতন TOSHIBA নামীয় ল্যাপটপ- ০১টি, ৫। Esonic ডেস্কটপ মনিটর- ০১টি, ৬। সিসি ক্যামেরা- ০২ টি।

৬) আসামীর পরিচয়:
১। নামঃ রানা খন্দকার (২৬) পলাতক, পিতাঃ মৃত রজ্জাক খন্দকার, মাতাঃ জুহেরা বেগম, সাং- চাওড়া দৌলতবাড়ি, পোঃ সিংগারবিল, থানাঃ বিজয়নগর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া।

৭) গৃহীত আইনগত ব্যবস্থা : পলাতক আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Images
Attachments
Publish Date
16/02/2025
Archieve Date
01/04/2025