Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
১৭/০৫/২০২২ তারিখ জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র টাস্কফোর্স অভিযানে ৬১০ পিস ইয়াবা, ২১ বোতল ফেন্সিডিল ও ০৪ বোতল এসকাফসহ গ্রেফতার-০৫ জন।
Details


১৭/০৫/২০২২ তারিখ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন নূরপুর লামার বাড়ি এলাকাস্থ ১নং আসামী মো: সাইমুর রহমান প্রকাশ সাইম ও ২নং আসামী মো: মোস্তাফিজুর রহমান এর নিজ দখলীয় উত্তর ভিটি দক্ষিণ দুয়ারী দুই তলা ০৪ কক্ষ বিশিষ্ট বিল্ডিংঘর ও আসামীদের দেহ তল্লাশী করে ৬১০ (ছয়শত দশ) পিস ইয়াবা, ২১(একুশ) বোতল ফেন্সিডিল, ০৪ (চার) বোতল এসকাফ ও ০৪(চারটি) মোবাইলসহ ০৫ (পাঁচ) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং ০২(দুই) জন পলাতক রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা হলো: ১। মো: সাইমুর রহমান প্রকাশ সাইম (২৬) গ্রেফতার, পিতা- মো: আতিকুর রহমান প্রকাশ বাবুল, সাং- নূরপুর লামার বাড়ী, পো: হিরাপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ২। মো: মোস্তাফিজুর রহমান প্রকাশ জেমি (২৪) গ্রেফতার, পিতা- মো: আতিকুর রহমান প্রকাশ বাবুল, সাং- নূরপুর লামার বাড়ী, পো: হিরাপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ৩। মো: সরল (২২) গ্রেফতার, পিতা- মো: তাজুল ইসলাম, সাং- দুবলা রেলগেটের সাথে, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ৪। মাইনুল ইসলাম (৩৬) গ্রেফতার, পিতা- আবুল কাসেম, সাং- রাজেন্দ্রপুর পশ্চিম পাড়া, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ৫। মো: রানা মিয়া (২৫) গ্রেফতার, পিতা- মৃতঃ মিজান মিয়া, সাং- নূরপুর পূর্ব পাড়া, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়, ৬। মোঃ ইকবাল মিয়া (৩২) পলাতক, পিতা- রোকন উদ্দিন, সাং- ছোট কুড়িপাইকা (আয়াত আলী মেম্বারের বাড়ীর সাথে), পো: হিরাপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও ৭। মো: হবি মোল্লা (৩০) পলাতক, পিতা- মৃত: ইদ্রিস মোল্লা, সাং- নূরপুর পূর্ব পাড়া (মোল্লাবাড়ি), পো: হিরাপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১(এক) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Images
Attachments
Publish Date
17/05/2022
Archieve Date
05/01/2023