Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
১৮.০৯.২০২২ তারিখ টাস্কফোর্স অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ গ্রেফতার-০৩।
Details


অদ্য ১৮/০৯/২০২২ তারিখ ভোর রাত্র হতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া জনাব মাসুদ উল আলম, কসবা থানা পুলিশ, মঈনপুর বিওপি’র বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান এঁর নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন বায়েক এলাকাস্থ বায়েক ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশের্^ খোলা জায়গায় দাঁড়ানো আসামীদের দখলীয় সিনথেটিক বস্তা তল্লাশী করে ৩৮(আটত্রিশ) কেজি গাঁজাসহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং ০১(এক) জন পলাতক রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা হলো- ১। মো: কামরুল ইসলাম(২৫) গ্রেফতার, পিতা- মো: হাসান মিয়া, সাং- সাগরতলা চারু মিয়ার বাড়ি, পো: বিদ্যানগর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ২। মো: রফিকুল ইসলাম প্রকাশ দুলাল (২২) গ্রেফতার, পিতা- মো: রাজ্জাক মিয়া, সাং- গৌরাংগোলা, ঈদগাহের সাথে বাড়ি, পো: বিদ্যানগর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ৩। মো: মেহেদী হাসান ফোরকান (২৩) গ্রেফতার, পিতা- মো: কবির হাসান, সাং- মাদলা গফুর সর্দারের বাড়ির পাশে, পো: মাদলা বাজার, থানা- কসবা, জেলা- ব্রাহ্মবাড়িয়া ও ৪। মো: আশিক (২৭) পলাতক, পিতা-মো: রেনু মিয়া, সাং- হরিপুর নাজমুল মেম্বারের বাড়ির পাশে, পো: বিদ্যানগর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মবাড়িয়া। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১(এক) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Attachments
Publish Date
18/09/2022
Archieve Date
03/01/2023