Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
২২ ও ২৩ মার্চ ২০২২ তারিখ অভিযান পরিচালনা করে ৩৭ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিলসহ ৩জনকে গ্রেফতার করা হয়।
Details

গত ২২/০৩/২০২২ তারিখ মধ্য রাত হতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন বগইড় এলাকাস্থ হোটেল সুরমা ইনঃ এর উত্তর পাশের্^ ঢাকা-সিলেট মহাসড়কের উপর ঢাকাগামী ‘মিতালী পরিবহণ’ নামীয় বাস যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৫-৫২৫৮ তল্লাশী করে ০২ (দুই) কেজি গাঁজাসহ মোঃ সাকিব মিয়া (২০), পিতা- মোঃ দুলাল মিয়া, সাং- কুরুয়াতলী (জিন্নত আলীর বাড়ী), পোঃ আজমপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়। একই তারিখে আশুগঞ্জ থানাধীন বগইড় এলাকাস্থ হোটেল সুরমা ইনঃ এর উত্তর পাশের্^ ঢাকা-সিলেট মহাসড়কের উপর ঢাকাগামী ‘ইউনিক পরিবহণ’ নামীয় বাস যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৫-২৪২১ তল্লাশী করে ১০০ (একশত) বোতল ফেন্সিডিলসহ মোঃ শফিকুল ইসলাম ফারহান (২৪), পিতা- মোঃ দলিল উদ্দিন, স্থায়ী সাং- চাষাড়া ছয়গাঁও, পোঃ বিক্রমপুর, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ। বর্তমান সাং- ভূইঘর (পাকার মাথা) থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুগঞ্জ থানায় ০২টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।  


অপর ১টি মামলায় অদ্য ২৩/০৩/২০২২ তারিখ রাত্র হতে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন দিঘীরপাড় এলাকাস্থ মোঃ রাসেল হাসান এর নিজ দখলীয় পশ্চিম ভিটি পূর্ব দুয়ারী তিন কক্ষ বিশিষ্ট পাকা বিল্ডিংঘরের দক্ষিণ পাশের কক্ষ তল্লাশী করে ও আসামীর বসতবাড়ীর আঙিনা তল্লাশী করে ৩৫ (পঁয়ত্রিশ) কেজি গাঁজাসহ ০১(এক) জনকে গ্রেফতার করা হয় এবং ০১(এক) জন পলাতক রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা হ‘ল ১। মো: রাসেল হাসান (২৯) গ্রেফতার, পিতা- আব্দুল হক সরদার, মাতা- মোছাঃ হেলেনা বেগম, সাং- দিঘীরপাড় মধ্যপাড়া, পো: মঈনপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও ২। মোঃ ইকবাল হোসেন (৪১) পলাতক, পিতা- মোঃ সাজিদ মিয়া, সাং- শাহপুর দক্ষিণ পাড়া, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় ০১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


Images
Attachments
Publish Date
23/03/2022
Archieve Date
04/01/2023