Title
২২.০৫.২০২৩ তারিখ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ০১জন।
Details
গত ২২/০৫/২০২৩ ইং তারিখে পরিদর্শক জনাব বেলায়েত হোসেন মহোদয়ের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানাধীন গোক্ণঘাট ও নয়নপুর রাস্তার মাথায় সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ০৬ (ছয়)কেজি গাঁজাসহ আসামি মোঃ কায়সা(২৫)গ্রেফতার, পিতা-মৃত আকাশ মিয়া,মাতা-নূরনাহার বেগম,সাং-জঙ্গুয়া,থানা-বেলাবো,জেলা-নরসিংদীকেগ্রেফতারপূর্বক ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলার রজ্জু করা হয়।