Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
২৩.১০.২০২৪ তারিখ মাদকবিরোধী অভিযানে ০৬ কেজি গাঁজাসহ গ্রেফতার-০৪জন।
Details

অদ্য ২৩/১০/২০২৪ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া’র পরিদর্শক জনাব মোহাম্মদ ওবায়দুল কবির এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন বিজেশ্বর এলাকাস্থ উইজডম স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে বিয়াল্লিশ্বর রাস্তার মাথায় কুমিল্লা সিলেট মহসড়কের উপর তল্লাশী করে ০৫(পাঁচ) কেজি গাঁজা ও একটি সি.এন.জিসহ ০২(দুই) জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলোঃ ১। মিনু আরা বেগম(৪০) গ্রেফতার, স্বামী- রুহুল আমীন, পিতা- মোস্তাক মিয়া,মাতা- রাশিদা বেগম, সাং- বাখরাবাদ উত্তর, (মন্তাজ মিয়ার বাড়ি), থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা, বর্তমান সাং- উত্তর শীতলপাড়া (সেলিম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও ২। মোঃ সাব্বির (২৫) সি.এন.জি চালক, গ্রেফতার, পিতা- মোঃ মরম আলী, মাতা- আবেদা বেগম, সাং- আলমনগর (পোস্ট অফিস সংলগ্ন), থানা- আশুগঞ্জ, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১(এক) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


অপর মামলায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন পুনিয়াউট মোড়স্থ যাত্রী ছাউনীর সামনে কুমিল্লা-সিলেট মহা সড়কের উপর তল্লাশি করে ০১(এক) কেজি গাঁজাসহ ০২(দুই) জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলোঃ ১। মোঃ পারভেজ মিয়া (৩৪) গ্রেফতার,পিতা- মোঃমনির হোসেন, মাতা- মোসাঃমাজেদা বেগম,সাং- বানিয়াচং উত্তর পাড়া, ওয়ার্ড নং-০৪, ইউপি- ১৬নং শ্যামগ্রাম,থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। ২। মোঃ সোহেল আহমেদ (৩০) গ্রেফতার, পিতা- মোঃ ফজলু মিয়া, মাতা- মোসাঃ পিয়ারা বেগম, সাং- ডলুছড়া (দক্ষিণ পাড়া), থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১(এক) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


Attachments
Publish Date
23/10/2024
Archieve Date
01/02/2025