Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
২৮.০১.২০২৫ তারিখ মাদকবিরোধী অভিযানে ১৬ বোতল এসকাফসহ গ্রেফতার-০২জন।
Details

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া।

১) ঘটনার তারিখ: ২৮/০১/২০২৫ খ্রি:

২) ঘটনার সময় : ১৭:০০ থেকে ১৭:৩০ ঘটিকা।

৩) ঘটনাস্থল: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন চান্দি এলাকাস্থ চান্দি রোডের মাথায় আখাউড়া বাইপাস হতে সুলতানপুর রাস্তার উপর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া।

৪) বিষয় : মামলা উদঘাটনের জন্য অভিযান।

৫) আলামত : এসকাফ ১৬(ষোল) বোতল।

৬) আসামীর পরিচয়:
১। নামঃ তমা হাওলাদার (২৫), গ্রেফতার, পিতাঃ মৃত সোহরাব হাওলাদার, মাতাঃ মৃত যমুনা খান, স্থায়ী সাং- শেহালাবুনিয়া, ৭ নং ওয়ার্ড, থানাঃ মংলা, জেলাঃ বাগেরহাট। এ/পি সাং- নোয়াপাড়া, মোদক বাড়ি আলিয়া মাদ্রাসার পাশে, থানাঃ সদর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া।
২। নামঃ প্রান্ত সূত্রধর (২৮), গ্রেফতার, পিতাঃ উত্তম কুমার সূত্রধর, মাতাঃ লিপি রানী সূত্রধর, সাং- মধ্যপাড়া(মানিক লাল সূত্রধরের বাড়ি) ৫নং ওয়ার্ড, থানাঃ সদর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া।

৭) গৃহীত আইনগত ব্যবস্থা : আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Images
Attachments
Publish Date
29/01/2025
Archieve Date
01/03/2025