Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
৩০.১২.২০২৪ তারিখ মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ০১জন।
Details

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া।


১) ঘটনার তারিখ: ২৯/১২/২০২৪ খ্রি:


২) ঘটনার সময় : ১৭:০০ - ১৭:৩০ ঘটিকা। 


৩) ঘটনাস্থল: ব্রাহ্মণবাড়িয়া জেলার  সদর  থানাধীন পৈরতলা এলাকাস্থ তিশা বাস কাউন্টারের পশ্চিম পার্শ্বে নির্মাণাধীন ফ্লাইওভার ব্রীজের ১৭নং পিলারের গোড়ায়। 


৪) বিষয় : মামলা উদঘাটনের জন্য অভিযান। 


৫) আলামত : ইয়াবা ট্যাবলেট ২৩০ (দুইশত ত্রিশ) পিস।


৬) আসামীর নাম ঠিকানা: মোঃ রুবেল কাজী (২৬), পিতা- মোঃ আবুল পায়েস, মাতা-  মোছাঃ সামছুন্নাহার, সাং- চানপুর (প্রাইমারী স্কুলের সাথে) , পোঃ মুকন্দপুর , থানা- বিজয়নগর , জেলা- ব্রাহ্মণবাড়িয়া। 


৭) গৃহীত আইনগত ব্যবস্থা : আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর  থানায় ৩০/১২/২০২৪ ইং তারিখে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Images
Attachments
Publish Date
30/12/2024
Archieve Date
28/03/2025