অদ্য ০১/০১/২০২৩ তারিখ রাত্র ০১:০০ ঘটিকা হতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), জনাব সঞ্জীব সরকার, কসবা, কসবা থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান এঁর নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন ৬নং গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামস্থ বাতান বাড়িস্থ ১নং আসামী মো: আশেক মিয়া’র দক্ষিণ ভিটি উত্তর দুয়ারী চৌচালা টিনের ০১ কক্ষ বিশিষ্ট বসতঘর তল্লাশী করে ১৮০০(এক হাজার আটশত) পিস ইয়াবা, ১৯.৪১ লিটার বিলাতী মদ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো-১। মোঃ আশেক মিয়া (৩২) গ্রেফতার, পিতা- মোঃ জাফর আলী, মাতা- মৃত রফিয়া বেগম, সাং- ধজনগর (বাতান বাড়ি), পোঃ বিষ্ণউড়ি, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ২। মোঃ শানু মিয়া (৩৫) গ্রেফতার, পিতা- মৃত তাজুল ইসলাম, মাতা- মোছাঃ মনোয়ারা বেগম, সাং- সাং- ব্রাহ্মণগ্রাম ইউনুছ মেম্বারের বাড়ির সাথে, পোঃ চন্ডিদ্বার, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও ৩। মোঃ মনিরুল ইসলাম (৩৪) গ্রেফতার, পিতা- মোঃ আঃ রহিম, মাতা- মোছাঃ আম্বিয়া খাতুন, সাং- জেঠুয়ামুড়া মধ্যপাড়া শাহ আলমের বাড়ি, পোঃ বিষ্ণউড়ি, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১(এক) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অদ্য ০১/০১/২০২৩ তারিখ ভোর রাত্র হতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমেদ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান এঁর নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন মজলিশপুর গ্রামের খরমপুর এলাকাস্থ মো: আলী আকবর এর বাড়ীর উত্তর পার্শ্বে মজলিশপুর হতে নন্দনপুর রাস্তার উপর দাড়ানো নোয়া গাড়ী (রেজি: নাম্বার ঢাকা মেট্রো চ- ৫৩-৩৫৯২) তল্লাশী করে ৬৫(পয়ষট্টি) কেজি গাঁজা,ঘঙঐঅ গাড়ী ০১ টি যার রেজি: নং- ঢাকা মেট্রো চ-৫৩-৩৫৯২, টি.ভি.এস কোম্পানীর অচঅঈঐঊ জঞজ ৪ঠ নামীয় কালো রঙ্গের রেজি: বিহীন মোটর সাইকেল ০১ টি, জঊউগও নামীয় স্মার্ট ফোন ০১টি, ঝঅগঝটঘএ নামীয় স্মার্ট ফোন ০১টি ও ঝঅগঝটঘএ নামীয় ফিচার ফোন ০১টিসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো-১। মো: শামীম মিয়া(২৯) গ্রেফতার, পিতা- মো: সানু মিয়া, মাতা- মোছা: সাহেরা বেগম, সাং- তারাগন, লাল মিয়া মেম্বারের বাড়ী, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও ২। মো: সাইমন মিয়া(২৭) গ্রেফতার, পিতা- মৃত জামাল মিয়া, মাতা- মোছা: রেহানা বেগম, সাং- কাশিনগর পূর্ব পাড়া, নান্নু মেম্বারের বাড়ী, পো: সিংগারবিল, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১(এক) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস