মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া’র ডিসেম্বর ২০২৪ মাস পর্যন্ত মামলার পরিসংখ্যান
মোট অভিযান-২৬০৩টি, মামলা-২৮৭টি (নিয়মিত: ৯৭ ও মোবাইল কোর্ট-১৯০), আসামী-৩৩৫জন (নিয়মিত-১৪৫জন ও মোবাইল কোর্ট-১৯০জন), আলামতঃ ইয়াবা-১৯৯১২ পিস, গাঁজা-,৫২১.৫কেজি, ফেন্সিডিল-৩৮ বোতল,এসকাফ-২৮১ বোতল, বিয়ার বোতল-২৬ বোতল, চোলাইমদ-১০০ মি:লি:, প্রাইভেটকার-০১টি, মোটরসাইকেল-০৪টি, ট্রাক-০১টি, পিকআপ-০১টি, সি.এন.জি-০২টি, মাইক্রো-০১টি, মোবাইল-০১টি এবং নগদ অর্থ-১৫৩৪২০/-
গণসচেতনতার কার্যক্রম
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র ২০২৪ সালে শিক্ষা প্রতিষ্ঠান মাদকবিরোধী আলোচনা ১১টি, শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি বক্তৃতা-০৭টি, মাদকবিরোধী উঠান বৈঠক- টি, এনজিও অফিসে মাদকবিরোধী আলোচনা-টি, সংগঠনের মাধ্যমে মাদকবিরোধী আলোচনা-টি, নিরাময় কেন্দ্রে মাদকবিরোধী আলোচনা-০৫টি, ধর্মীয় প্রতিষ্ঠানে মাদকবিরোধী আলোচনা সভা-১৩টি, মাদকবিরোধী পথসভা-৪৮টি, প্রজেক্টরের মাধ্যমে নাটিকা প্রদর্শনী-টি, জেলা কারাগার ব্রাহ্মণবাড়িয়ায় সচেতনতামূলক সভা-০৩টি, মাদকবিরোধী ওয়ার্কশপ-০১টি, মাদকবিরোধী সেমিনার-০৩টিসহ বিভিন্ন গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস