Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
০২.০৯.২০২৪ তারিখ মাদকবিরোধী অভিযানে ০৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-০৪জন।
বিস্তারিত
অদ্য ০২/০৯/২০২৪ ইং তারিখে  বিভাগীয় পরিদর্শক জনাব বেলায়েত হোসেন এর নেতৃত্বে গঠিত একটি রেডিং টিম নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানাধীন ইসলামাবাদ (নোয়াগাঁও)এলাকাস্থ সবুজবাংলা হোটেলের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৪ (চার কেজি) গাঁজা সহ আসামী ০১। মো: শাহিন (২৮) গ্রেফতার,পিতা মো: আহাদ মিয়া, মাতা- মৃত রহিমা বেগম, সাং- ইকতিয়ারপুর প্রাইমারি ইস্কুলের সাথে, পোস্ট : তেলিয়াপাড়া, থানা -মাধবপুর , জেলা- হবিগঞ্জ এবং ০২। মো: সাদ্দাম মিয়া (২৯) গ্রেফতার, পিতা- মৃত আলী হোসেন, মাতা- মোছা- রশিদা বেগম, সাং- ইকতিয়ারপুর কাজী বাড়ি, পো: তেলিয়াপাড়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ-কে গ্রেফতার পূর্বক  সরাইল থানায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়।

অপর মামলায়  অদ্য ০২/০৯/২০২৪ ইং তারিখে  বিভাগীয় পরিদর্শক জনাব বেলায়েত হোসেন এর নেতৃত্বে গঠিত একটি রেডিং টিম নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানাধীন ইসলামাবাদ (নোয়াগাঁও)এলাকাস্থ সবুজবাংলা হোটেলের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৫ (পাঁচ কেজি) গাঁজা সহ আসামী ০১। মো: জসিম তালুকদার (৫৭) গ্রেফতার, পিতা- মৃত হোসেন তালুকদার, মাতা- মৃত রিজিয়া খাতুন, সাং- দক্ষিণ রমজানপুর তালুকূার বাড়ী, পোস্ট : রমজানপুর হাট, থানা -কালকিনী , জেলা- মাদারীপুর এবং ০২। মোছা: হাসিনা বেগম(২৯) গ্রেফতার, স্বামী- জসিম তালুকদার , সাং- দক্ষিণ রমজানপুর তালুকদার বাড়ি, পো: রমজানপুর হাট, থানা- কালকিনী, জেলা- মাদারীপুর-কে গ্রেফতার পূর্বক  সরাইল  থানায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়।
ডাউনলোড
প্রকাশের তারিখ
02/09/2024
আর্কাইভ তারিখ
03/04/2025