গত ০৩/০৯/২০২৩ইং তারিখে জনাব বেলায়েত হোসেন মহোদয়ের নেতৃত্বে গটিত একটি রেডিং টিম নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানাধীন ধরখার বাজারের উত্তরে তিতাস নদীর ব্রিজের ঢালে কুমিল্লা সিলেট মহাসড়কের পশ্চিম পাশে রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে১০কেজি গাঁজা সহ আসামি ১। মোছাম্মদ ঝর্ণা (২০)গ্রেফতার, পিতা- মৃত জামাল মিয়া, পোস্ট- বড় কামতা, থানা -দেবিদ্বার, জেলা –কুমিল্লা, ২। মোছা: আনিসা আক্তার মিম (১৯)গ্রেফতার, পিতা- মৃত রেজাউল, মাতা -মৃত মর্জিনা বেগম, পোস্ট- বড় কামতা, থানা -দেবিদ্বার, জেলা –কুমিল্লা, ৩। মোছা: সাদিয়া আক্তার (১৯) গ্রেফতার, পিতা- মোহাম্মদ দুলাল মিয়া, মাতা -মৃত আজুফা বেগম, পোস্ট- বড় কামতা, থানা -দেবিদ্বার, জেলা –কুমিল্লা, ৪। মোঃ সজিব মিয়া (২২) গ্রেপ্তার, পিতা- মোঃ জাফর আলী খান, মাতা- রেখা বেগম, সাং -মধুপুর, পোস্ট বিষ্ণুউড়ী,থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও ৫। মোহাম্মদ আল-আমিন (২৯) পলাতক, পিতা- মৃত আবদু মিয়া, সাং -মধুপুর, পোস্ট -বিষ্ণুউড়ী,থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার পূর্বক আখাউড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস