০৫.০১.২০২৩ তারিখ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার-০২জন।
বিস্তারিত
০৫/০১/২০২৩ইং তারিখে উপ-পরিদর্শক জনাব ইসমাইল হোসেন মহোদয়ের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া সমন্বয়ে গঠিত রেইডিং টিম নিয়ে আশুগঞ্জ থানাধীন আশুগঞ্জ টোলপ্লাজ ঢাকা সিলেট মহাসড়কের উপর মর্ডান স্পেশাল নামীয় পরিবহনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫কেজি গাঁজা সহ আসামি ১। মোছাঃ পিংকি আক্তার (২১) স্বামীঃ মোঃ মামুন মিয়া, পিতা -মোহাম্মদ নজরুল ইসলাম মাতা- হনুফা বেগম, সাং-
কাজিহাটি কাঞ্চন মেম্বার এর বাড়ি, পোস্ট- জাঙ্গালিয়া, জেলা- কিশোরগঞ্জ ও ২। মোঃ রেখা আক্তার (২৫), স্বামী মোঃ বাবু মিয়া,পিতা- মোহাম্মদ আজিজুল হক সাং- ধূলিহর মির্জা বাড়ির সাথে, পোস্ট- হোসেনপুর, থানা হোসেনপুর, জেলা -কিশোরগঞ্জ কে গ্রেপ্তারপূর্বক আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।