০৫/০৪/২০২৩ তারিখ রাতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), জনাব সঞ্জীব সরকার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া মহোদয়ের নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক জনাব মুঃ মিজানুর রহমান মহোদয় কর্তৃক টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন গোপীনাথপুর কোনাপাড়াস্থ আসামী মোঃ ফিরোজ মিয়ার তিন কক্ষ বিশিষ্ট বসতঘরের রান্না করার কক্ষে মাটির নিচে বিশেষ কায়দায় লোকানো অবস্থায় প্রাপ্ত ৩৮ (আটত্রিশ) বোতল ফেন্সিডিল ও ৩৫(পয়ত্রিশ) বোতল এসকাফসহ মোঃ ফিরোজ মিয়া (৬৫) গ্রেফাতার, পিতা- মৃত কমরুদ্দিন মেম্বার, মাতা- মৃত মনা বেগম, সাং- গোপীনাথপুর (কোনা পাড়া ইউনুস মিয়ার বাড়ীর পশ্চিম পার্শ্বে), পোঃ- গোপীনাথপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়। উল্লিখিত আসামীর বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১(এক) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস