গত ০৫/০৬/২০২৩ইং তারিখে জনাব বেলায়েত হোসেন মহোদয়ের নেতৃত্বে গটিত একটি রেডিং টিম নিয়ে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানাধীন খরমপুর বাইপাস এলাকাস্হ মেসার্স পূবালী এন্টারপ্রাইজের সামনে স্হলবন্দর হইতে সুলতানপুর ওপর রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে একুশ(২১) কেজি গাঁজা সহ আসামি ১। ফিরোজা বেগম প্রকাশ নুরজাহান প্রকাশ রাহেলা (৬০) গ্রেফতার,পিতা- মৃত মুহুরদ্দিন, মাতা- মৃত জোবেদা খাতুন, স্বামী -মৃত পাংখা মিয়া, সাং- বারুয়া, থানা- ঝিনাইগাতী, জেলা- শেরপুর, ২। মোছা: শিউলি বেগম (৪৫) গ্রেফতার, পিতা -মৃত আমির হোসেন, মাতা -মৃত সাহেরা খাতুন,স্বামী -মৃত মোবারক, সাং শ্রীনগর, পোস্ট -পঞ্চবটি, থানা- সদর, জেলা -নরসিংদী ও ৩। মোছা:জুলেখা বেগম (৪০) গ্রেফতার, পিতা -মোঃ এলিম মিয়া মাতা- আনোয়ারা বেগম, স্বামী- মৃত নুরু মিয়া, সাং- রাঙামাটি বানিয়াচল, থানা -সদর, জেলা- নরসিংদী কে গ্রেপ্তার পূর্বক আখাউড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস