মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া।
১) ঘটনার তারিখ: ০৬/০৩/২০২৫ খ্রি:
২) ঘটনার সময় : ১৪:০০ থেকে ১৪:৩০ ঘটিকা।
৩) ঘটনাস্থল: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন সুলতানপুর মধ্যপাড়াস্থ আসামীর নিজ দখলীয় টিনের ছাউনি ও বেড়া যুক্ত তিনকক্ষ বিশিষ্ট দুচালা বসতঘর তল্লাশী করে আলামত প্রাপ্ত।
৪) বিষয় : মামলা উদঘাটনের জন্য অভিযান।
৫) আলামত : একটি কালো রঙ্গের জিপারযুক্ত পলি: প্যাকের ভিতর রক্ষিত অ্যাম্ফিটামিন যুক্ত অবৈধ মাদকদ্রব্য যার বাণিজ্যিক নাম ইয়াবা ট্যাবলেট ১০৫ (একশত পাঁচ) পিস। প্রতি পিস ০.১ গ্রাম করে ১০.৫ গ্রাম অ্যাম্ফিটামিন যুক্ত মাদকদ্রব্য। ০২/ একটি পলিথিনের প্যাকেটের ভিতর রক্ষিত গাঁজা ০১ (এক) কেজি।
৬) আসামীর পরিচয়:
রিংকু চন্দ্র দেব প্রকাশ কালু দেব (৩২) গ্রেফতার, পিতা- মৃত কাজল চন্দ্র দেব, মাতা- মৃত মমতা রাণী দেব, সাং- সুলতানপুর মধ্যপাড়া (শ্রী শ্রী ভিখারীনাথের আশ্রম), পো: সুলতানপুর, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
৭) গৃহীত আইনগত ব্যবস্থা : আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস