মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া।
১)ঘটনার তারিখ: ০৬/১১/২০২৪ খ্রি:
২)ঘটনার সময় :১২:০০-১৫:০০ ঘটিকা।
৩)ঘটনাস্থল: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন পুনিয়াউট রেলওয়ে স্টেশন এলাকা।
৪)বিষয় :
মামলা উদঘাটনের জন্য অভিযান।
৫)আলামত :
১। গাঁজা ৩০(ত্রিশ) গ্রাম।
৬)আসামির পরিচয় : ১। মোঃ মোবারক হোসেন(৩৫),
পিতা-মৃত আঃ বারেক, সাং-রাজনগর, থানা-সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া,
২। মোঃ সবুর আহমেদ(২৫),
পিতা-মোঃ নূর মিয়া, সাং-কান্দিপাড়া, থানা-সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া,
৩। মোঃ জুনাইদ(২১),
পিতা-মোঃ ইনাইর মিয়া, সাং-শিমরাইলকান্দি, থানা-সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া,
৪। মোঃ রিপন আলী(১৯),
পিতা-মোঃ বাছির মিয়া, সাং-মাইজহাটি, থানা-সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া,
৫। মোঃ শাহিন মিয়া(২৮), পিতা-মোঃ আব্দুল মন্নাফ, সাং-দক্ষিণ মৌড়াইল, থানা-সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া,
৬। মোঃ জামাল মিয়া(৩৫), পিতা-মৃত বাচ্চু মিয়া, সাং-কাজীপাড়া, থানা-সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ব্রাহ্মণবাড়িয়া।
৭)গৃহীত আইনগত ব্যবস্থা :
০৬ জন আসামীকে গাঁজা সেবনের অপরাধে ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস