গত ০৭/০৪/২০২৩ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক জনাব মুঃ মিজানুর রহমান এঁর নির্দেশনায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন দাতিয়ারাস্থ বিটিভি স্টেশনের দক্ষিণ পাশে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপর ঢাকাগামী ‘তিশা পরিবহন’ এর বাস যার রেজিঃ নং- ঢাকা মেট্রো ব-১৫-৪১১৮ তল্লাশী করে ৩৯ (ঊনচল্লিশ) কেজি গাঁজাসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় ও ০১(এক) জন পলাতক রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা হলো-০১। মো: হাবিবুর রহমান (২২) গ্রেফতার, পিতা- মৃত হানিফ মিয়া, মাতা- মোছা: জাহানারা বেগম, সাং- রুপাইছড়া দক্ষিণ পাড়া, পো: পুটিজুড়ি, থানা- বাহুবল, জেলা- হবিগঞ্জ। বর্তমান ঠিকানা- শশুরের নাম- মৃত জজু মিয়া, সাং- জেঠুয়ামুড়া দক্ষিণ পাড়া, পো: বিষ্ণাউড়ি, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও ০২। মো: লিয়াকত মিয়া (২৭) পলাতক, পিতা: মো: আবু মিয়া, সাং- ধজনগর মাইজহাটি (মন মুহুরীর বাড়ি), পো: চন্ডীদ্বার, থানা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১(এক) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস