০৭/১২/২০২২ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), জনাব সঞ্জীব সরকার, কসবা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান এঁর নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন খুরাইশার গ্রামস্থ ০১নং আসামী মোঃ রনি প্রকাশ রানা ও ২নং আসামী মো: জালাল মিয়া এর নিজ দখলীয় বসতঘর তল্লাশী করে ৩৪(চৌত্রিশ) কেজি গাঁজাসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং ০২(এক) জন পলাতক রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা হলো-১। মো: রনি প্রকাশ রানা (২৪) গ্রেফতার, পিতা- মো: ফজলু মিয়া, সাং- খুরাইশার, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ২। মোঃ নূরে আলম(৩০) পলাতক, পিতা- লালু মিয়া, সাং- গোবিন্দপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও ৩। মো: জালাল (৩৫) পলাতক, পিতা- মৃত সামসু মিয়া, সাং- খুরাইশার, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১(এক) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
একই তারিখে অপর একটি মামলায় কসবা থানাধীন খিরনাল এলাকাস্থ মো: জমির এর উঠানে পরিত্যাক্ত মুরগী রাখার ঘর হতে ১৭০০ (এক হাজার সাতশত) পিস ইয়াবা উদ্ধার করে অজ্ঞাত আসামী করে কসবা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস