গত ০৮/০১/২০২৩ইং তারিখে উপ-পরিদর্শক জনাব ইসমাইল হোসেন মহোদয়ের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া সমন্বয়ে গঠিত রেইডিং টিম নিয়ে আশুগঞ্জ থানাধীন সোহাগপুর হাজী আলি আকবর অটো রাইস মিলের উত্তর পাশে ঢাকা সিলেট মহাসড়কের উপর শ্যামলী নামীয় পরিবহনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিলাতী মদ McDowell( 750 ml) ১০ বোতল,McDowell (375 ml)২০ বোতল, Magic Moment( 750 ml) ০৮ বোতল, সর্বমোট ৩৮ বোতল ভারতীয় বিলাতী মদ সহ সহ আসামি দিগন্ত দাস (২১) গ্রেফতার, পিতা -বলাই দাস, মাতা-তৃপ্তি দাস সাং-হাজিপুর রনজিৎ মেম্বারের বাড়ি থানা-নরসিংদী, জেলা-নরসিংদীকে গ্রেফতার পূর্বক আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস