Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
০৯.০২.২০২৩ তারিখ মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ১৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০৩জন।
বিস্তারিত
গত ০৯/০২/২০২৩ ইং তারিখে জনাব রিন্টু বিকাশ চাকমা সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া,  মহোদয়ের নেতৃত্বে,   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া এবং ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স টিম নিয়ে সদর থানাধীন কাজীপাড়া এলাকাস্হ কাজীপাড়া ঈদগাঁও মাঠের পূর্ব পাশে সুমাইয়া লেডিস টেইলার্স এন্ড ফ্যাশন বোরকা হাউজের সামনে মাদকবিরোধী  অভিযান পরিচালনা  করে ১৪০০( এক হাজার চারশত ) পিস ইয়াবা সহ আসামী ১। মোঃ  আবীর মিয়া (৩৩) গ্রেফতার,  পিতা আব্দুল হাসিম মিয়া, মাতা- মোছাঃজাহেরা বেগম সাং -কাজী পাড়া শেখবাড়ি, পোস্ট - সদর,থানা -ব্রাহ্মণবাড়িয়া জেলা -ব্রাহ্মণবাড়িয়া, ২। রাশেদুল হক ভূঁইয়া হৃদয় (৩২) গ্রেফতার, পিতা -নাজমুল হক ভূঁইয়া, মাতা-মোছাঃ শামসুন্নাহার সাং- নাওঘাট ভূইয়া বাড়ি, পোস্ট- তালশহর, থানা- আশুগঞ্জ, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ৩। মোঃআল আমিন (৩৬)[মোবাইল কো্র্ট মামলা নং- ৭৫/২৩ তারিখ ০৯/০২/২০২৩ মূল্যে দণ্ডপ্রাপ্ত এবং গ্রেফতার ],পিতা- মৃত আব্দুল হামিদ, মাতা -মৃত সকিনা খাতুন,  সাং-কাজীপাড়া নুর মিয়ার বাড়ি, থানা- সদর, জেলা -ব্রাহ্মণবাড়িয়া এবং ৪। মোঃপরান শাহ (৪০)পলাতক,  পিতা- মৃত ইউসুফ আলী,মাতা- মৃত নুর জাহান বেগম, সাং- কাজীপাড়া,থানা -সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া -কে গ্রেফতার পূর্বক উপ পরিদর্শক  মোঃ ইসমাইল হোসেন বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন  ।




ডাউনলোড
প্রকাশের তারিখ
10/02/2023
আর্কাইভ তারিখ
03/08/2023