মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া।
১) ঘটনার তারিখ: ১০/০৫/২০২৫ খ্রি:
২) ঘটনার সময় : ০৯:০০ থেকে ১০:০০ ঘটিকা।
৩) ঘটনাস্থল: আখাউড়া থানাধীন আইড়ল (বাগানবাড়ি) গ্রামস্থ আসামী মো: খলিল মিয়ার দক্ষিণমুখী ০৩ কক্ষ বিশিষ্ট টিনের ছাউনী ও টিনের বেড়া যুক্ত বসত ঘর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
৪) বিষয় : মামলা উদঘাটনের জন্য অভিযান।
৫) আলামত : ইয়াবা ১২০(একশত বিশ) পিস, নগদ ২,১৬,০০০ (দুই লক্ষ ষোল হাজার) টাকা এবং অ্যান্ডয়েড মোবাইল ফোন ০১(এক) টি।
৬) আসামীর পরিচয়:
মো: খলিল মিয়া (৪০) গ্রেফতার, পিতা- মৃত রফিক ফকির, মাতা- মৃত জুলেখা বেগম, সাং- আইড়ল (বাগানবাড়ি), পো: কর্ণেল বাজার, থানা-আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
৭) গৃহীত আইনগত ব্যবস্থা : আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস