অদ্য ১১/০৬/২০২৪ তারিখ সময়: রাত- ০৩:০০-০৪:০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক জনাব মুঃ মিজানুর রহমান এর নির্দেশনায় অভিযান পরিচালনা করে কসবা থানাধীন কুটি চৌমুহনী এলাকাস্থ সবুজ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পশ্চিম পাশে কুমিল্লা সিলেট মহাসড়কের উপর ট্রাক তল্লাশি করে ৬২ (বাষট্রি) কেজি গাঁজা, ৮০০ (আটশত) কেজি ধানের কুঁড়া ও একটি বড় ট্রাকসহ ০৩(তিন) জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলোঃ ১। মোঃ সোহলে রানা(২৫) গ্রেফতার, পিতা- মোঃ হযরত আলী, মাতা- মোসাঃ ফালানী বেগম, সাং- সাহাডুবি দাসপাড়া, পোঃ দেউলি, থানা- বীরগঞ্জ, জেলা- দিনাজপুর। ২। মোঃ লোকমান মিয়া(৩৫) গ্রেফতার, পিতা- মোঃ এনায়েত উল্লাহ্, মাতা- মোসাঃ পারুল বেগম, সাং- গজারিয়া পাটুয়ারী বাড়ির সাথে, পোঃ গজারিয়া, থানা- লালমোহন, জেলা- ভোলা। ৩। মোঃ মিলন মিয়া (২৮) গ্রেফতার, পিতা- মোঃ লাল মিয়া, মাতা- মোসাঃ ছালেমা খাতুন, সাং- মাওয়া কাঁচারী বাড়ি, পোঃ মাওয়া, থানা- গৌরিপুর, জেলা- ময়মনসিংহ। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১(এক) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস