গত ১১/০৯/২০২৩ তারিখ বিকাল ১৫:০০-১৫:৪০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক জনাব মুঃ মিজানুর রহমান এঁর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন আড়াইবাড়ী উত্তর পাড়াস্থ কসবা উডেন ডোর এন্ড ফার্নিচার নামীয় দোকানের সামনে কসবা হতে সৈয়দাবাদ রাস্তার উপর হতে ৩৫ (পঁয়ত্রিশ) কেজি গাঁজা, একটি অটোরিক্সা ও নগদ অর্থ ৫৭০০ টাকাসহ ০৪ (চার) জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয় ও ০১(এক) জন পলাতক রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা হলো-১। মোছা: জরিনা বেগম(৪৫) গ্রেফতার, স্বামী- মৃত বিল্লাল মিয়া, সাং- পূর্ব হরিপুর, পো: সাপমারা, থানা- রায়পুরা, জেলা- নরসিংদী, ২। মো: জালাল উদ্দিন(৫০) গ্রেফতার, পিতা- মৃত দিদার বক্স, মাতা- মৃত ফাতেমা বেগম, সাং- হাসান হাটা, পো: ডাঙ্গার বাজার, থানা- পলাশ, জেলা- নরসিংদী, ৩। মোছা: সুমি বেগম(৫০) গ্রেফতার, স্বামী- মৃত মজিবর রহমান, সাং- পাঁচভাগ, শ্রীনগর বেপারী পাড়া, পো: পাঁচধোনা, থানা- মাধবদী, জেলা- নরসিংদী, ৪। মো: হানিফ মিয়া(৪৯) গ্রেফতার, পিতা- মৃত মন্তাজ আলী, মাতা- মোছা: নূর জাহান বেগম, সাং- ওমর পুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও ৫। মো: গিয়াস উদ্দিন(২৮) পলাতক, পিতা- মৃত তরু মিয়া, সাং- বায়েক উত্তর পাড়া, পো: সালদানদী, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িযা। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১(এক) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস