গত ১২/০৪/২০২৩ তারিখ রাতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোহাম্মদ আমিমুল এহসান খান, কসবা মহোদয়ের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান ও চন্ডিদ্বার বিওপি’র বিজিবি সদস্য নিয়ে গঠিত রেডিং টিম এর মাধ্যমে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন রাজনগর এলাকাস্থ রাজনগর কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পার্শ্বে ধজনগর হতে মজলিশপুর রাস্তার উপর কসবাগামী মোটর সাইকেল আরোহী ১নং আসামীর দেহ তল্লাশী করে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও ০২(দুই) টি মোটরসাইকেলসহ ০৩(তিন) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো-১। মো: জিয়াউর রহমান(৪০) গ্রেফতার, পিতা- মৃত সিদ্দিকুর রহমান, মাতা- মোছা: সখিনা বেগম, সাং- মধ্যপাড়া, হাউজ নং- ৬৯৩, থানা- সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ২। মো: আসাদুজ্জামান মিশান(৩০) গ্রেফতার, পিতা- মৃত কামাল উদ্দিন, মাতা- মোছা: সাম্মি আক্তার, সাং- দাতিয়ারা(সার্কাস সামাদ মিয়ার বাড়ী), থানা- সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবং ৩। মো: মোস্তাকিম মিয়া(৩০) গ্রেফতার, পিতা- নিয়াজ মিয়া, মাতা- মোছা: স্বর্ণা আক্তার, সাং- দক্ষিণ মৌড়াইল মোল্লা বাড়ী, থানা- সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১(এক) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস