গত ১৩/০৯/২০২৪ খ্রিঃ তারিখে অত্র মামলার বাদী কর্তৃক গঠিত একটি রেইডিং টিম নিয়ে সরাইল থানাধীন সবুজ বাংলা হোটেলের সামনে উত্তর পার্শ্বে ঢাকা সিলেট মহাসড়কের উপর ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডগামী রেজি: বিহীন সি.এন.জি চালিত অটোরিক্সা সময় ০৯:১০ ঘটিকায় সংকেত পূর্বক গতিরোধ করেন। তারপর ঘটনাস্থলে উপস্থিত দুইজন নিরপেক্ষ সাক্ষী মোকাবেলায় উক্ত অটোরিক্সার তল্লাশী করে উক্ত অটোরিক্সার পেছনের যাত্রী ১নং আসামী মো: মোবারক হোসেন (৪৮) এর দুই পায়ের মাঝখানে রক্ষিত ০১টি সিনথেটিক ব্যাগের ভিতর হতে পলিথিনের উপর কস্টেপ দ্বারা মোড়ানো ০২টি পুটলায় ০২ কেজি মোট ০৪ (চার) কেজি গাঁজা এবং অটোরিক্সার চালকের আসনে বসা ২নং আসামী মো: মনির মিয়া (২৬) এর বসা সিটের নীচ হতে ০১টি কাপড়ের ব্যাগে পলিথিনের প্যাকেটে কেজি ০৫ (পাঁচ) কেজি গাঁজা। উভয় আসামীর নিকট হতে সর্বমোট গাঁজা (৪+৫) ০৯ (নয়) কেজি গাঁজা উদ্ধার করেন।পরবর্তীতে আসামী বিরুদ্ধে সরাইল থানায় একটি নিয়মিত মামলার রজু করা হয়। আসামীদের নাম ও ঠিকানা: ০১। মো: মোবারক হোসেন (৪৮), পিতা- মৃত মালু মিয়া, মাতা- মৃত সাং- বিষ্ণুপুর দঃ পাড়া, পো: বিষ্ণুপুর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ০২। মো: মনির মিয়া (২৬),পিতা- আলফু মিয়া, মাতা- মোছা: সাহেরা বেগম, সাং- মিরাশানী, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস