গত ১৬/১২/২০২২ তারিখে সহকারী পরিদর্শক জনাব বেলায়েত হোসেন মহোদয়ের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া সমন্বয়ে গঠিত রেইডিং টীম নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন উড়শিউড়াস্হ কুমিল্লা সিলেট মহাসড়কের উপর ফুলবাড়িয়া রাস্তার মাথায় ব্রাহ্মণবাড়িয়া গামী সিএনজিচালিত অটোরিকশা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৬ কেজি গাঁজা উদ্ধার পূর্বক আসামি ১। মোঃজুয়েল মিয়া (৩৩) গ্রেফতার,পিতা- মোঃ তৈয়ব আলী,, মাতা -মোসাঃতাহেরা বেগম , সাং -চন্ডীদ্বার, (বাজারের উত্তর পাশে), পোস্ট- চন্ডিদ্বার,থানা -কসবা জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২।মোঃ বিল্লাল মিয়া (২৮) গ্রেফতার, পিতা- মোঃ আব্দুর ওহাব , মাতা -মোসাঃ মমিনা খাতুন, সাং -লুতুয়া মোড়া, পোস্ট- চন্ডিদ্বার,থানা -কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ও ৩। মোঃ দেলোয়ার হোসেন (৩৫)গ্রেফতার, পিতা মোঃ সুরুজ আলী মাতা মোসাঃ তাজিয়া বেগম, সাং -নিকলী দামপাড়া, থানা- নিকলী, জেলা -কিশোরগঞ্জকে গ্রেফতার পূর্বক ব্রাহ্মণবাড়িয়া মডেল সদর থানায় একটি নিয়মিত মামলা রজ্জু করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস