শিরোনাম
১৯.০২.২০২৪ তারিখ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ০২(দুই) কেজি গাঁজা ও ১০৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১জন।
বিস্তারিত
অদ্য ১৯/০২/২০২৪ ইং তারিখে সহকারী পরিচালক মু. মিজানুর রহমান মহোদয়ের নেতৃত্বে গঠিত একটি রেডিং টিম নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন বড়হরণ এলাকাস্থ মো: জিতু মিয়ার বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০২ (দুই) কেজি গাঁজা ও ১০৭ পিস ইয়াবা সহ আসামী ১। মোছা: মমিনা বেগম(৩৬) গ্রেপ্তার, স্বামী -মো: জিতু মিয়া, পিতা- মোঃ আল আমিন হোসেন ও ২। মো: জিতু মিয়া (৩৮) পলাতক, পিতা: মৃত মলাই মিয়া, মাতা: মোছা: রুফিয়া বেগম, উভয় সাং- বড় হরণ (মলাই মিয়ার বাড়ি), থানা -সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেপ্তার পূর্বক সদর থানায় একটি নিয়মিত মামলার রজু করা হয়।