গত ১৯/০৯/২০২৪ খ্রিঃ তারিখে অত্র মামলার বাদী মোঃ নজরুল ইসলাম কর্তৃক গঠিত একটি রেইডিং টিম নিয়ে সরাইল থানাধীন সবুজ বাংলা হোটেলের সামনে উত্তর পার্শ্বে ঢাকা সিলেট মহাসড়কের উপর ঢাকাগামী মডান পরিবহণ এর বাস যার রেজি: নং- ঢাকা মেট্রো ব-১৫-০৮৩৫ সময় ০৯:০০ ঘটিকায় সংকেত পূর্বক গতিরোধ করেন। তারপর ঘটনাস্থলে উপস্থিত দুইজন নিরপেক্ষ সাক্ষী মোকাবেলায় উক্ত বাস তল্লাশী করে উক্ত বাসের ই-১,২ নং সিটে বসা ১নং আসামী মোঃ ফয়সাল ওরফে ফরহাদ (২৫) ও শাবনূর (২০) এর সামনে পায়ের কাছে রক্ষিত ০২টি কাপড়ের ব্যাগরে ভিতর হতে পলিথিনের উপর কস্টেপ দ্বারা মোড়ানো ০২টি পুটলায় ০২ কেজি করে সর্বমোট (২+২) ০৪(চার) কেজি গাঁজা উদ্ধার করে জব্ন্দনামা মূলে জব্দ করেন।পরবর্তীতে আসামী বিরুদ্ধে সরাইল থানায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়। আসামীর নাম ও ঠিকানা ০১। মোঃ ফয়সাল ওরফে ফরহাদ (২৫), পিতা- মৃত মোরশেদ আলম, মাতা- মোছাঃ মিনু বেগম, সাং- জগন্নাথ পট্টি, পো। ভাগ্যকূল, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ। এবং ২। শাবনুর (২০), স্বামী- মোঃ ফয়সাল, মো। বিল্লাল মিয়া, মাতা- মোছা। রৌশনা বেগম, সাং- জগন্নাথ পট্টি, পোঃ ভাগ্যকুল, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস