গত ২৪/০৭/২০২৪ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া’র সহকারী পরিচালক জনাব মুঃ মিজানুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিজয়নগর থানাধীন চম্পকনগর বাজারস্থ মোঃ কামাল মিয়ার চা দোকানের সামনে ছতুরপুর হতে চম্পকনগর রাস্তার উপর প্রাইভেটকার তল্লাশী করে ২২(বাইশ) কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ ০২(এক) জন আসামীকে গ্রেফতার করা হয় এবং ০২(দুই) জন আসামী পলাতক রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা হলোঃ ১। জুয়েল কর (৩৭) গ্রেফতার, পিতা-জতিন্দ্র চন্দ্র কর, মাতা-ফেনী রানী কর, সাং-পাঠানিশার (বৈরাগীর বাড়ী), পো: গোকর্ণ, থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। মোঃ মানিক মিয়া (২৮) গ্রেফতার, পিতা-মোঃ মলাই মিয়া, মাতা-আরজুদা বেগম, সাং- ধীতপুর (জিল্লু মেম্বারের বাড়ির সাথে), পো: দাউদপুর ইছাপুরা, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ৩। মোঃ শামীম মিয়া (২৬) পলাতক, পিতা-মোঃ বাচ্চু মিয়া, সাং- ধীতপুর (জিল্লু মেম্বারের বাড়ির সাথে), পো: দাউদপুর ইছাপুরা, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ও ৪। মোঃ মুনতাসিম বিল্লাহ্ (৩৫) পলাতক, পিতা-মোঃ জামাল মিয়া, সাং-মহেষপুর (চৌকিদার বাড়ি), থানা-বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। উল্লিখিত আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১(এক) টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস