মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া।
১) ঘটনার তারিখ: ২৮/০৪/২০২৫ খ্রি:
২) ঘটনার সময় : ১২:০০-১৩:০০ ঘটিকা।
৩) ঘটনাস্থল: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন আখাউড়া রেলওয়ে স্টেশনের উত্তরে পানির ট্যাঙ্কির পাশে।
৪) বিষয় : মামলা উদঘাটনের জন্য অভিযান।
৫) আলামত : গাঁজা ০৫(পাঁচ) গ্রাম করে মোট ৪০(চল্লিশ) গ্রাম।
৬) আসামীদের পরিচয় :
১। মোঃ হৃদয়(১৯)
পিতাঃ মুক্তার হোসেন,
২। মোঃ এনামুল হক(২৫)
পিতাঃ মৃত হানিফ মিয়া,
৩। আসিবুর রহমান(৬০)
পিতাঃ মৃত লুৎফর রহমান,
৪। মোঃ এরশাদ মিয়া(৪০)
পিতাঃ মৃত আঃ লতিব মিয়া,
৫। মোঃ মনির হোসেন(২৫)
পিতাঃ মৃত আবু সাঈদ
৬। মোঃ আকবর হোসেন(৪০)
পিতাঃ মোঃ জালাল,
৭। মোঃ হীরা(৩০)
পিতাঃ আক্তার হোসেন তালুকদার,
৮। মোঃ সেন্টু(৪০)
মৃত আব্দুল আজিজ
৭) গৃহীত আইনগত ব্যবস্থা : আখাউড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মোঃ ফয়সল উদ্দিন মহোদয় ০৮(আট) জন আসামীকে ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদন্ড প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস